www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কুরবানী

অগণিত, অগণন প্রাণী যবেহ করে মুমিন মুসলমান,
উল্লাস মনে প্রদীপ্ত আলোয় গেয়ে যায় সদা তাঁরই জয়গান ।
ইব্রাহীমীয়া আদর্শ জাগ্রত, সকল মুসলিমের প্রাণে,
কুরবানী দিয়ে, ইসমাইলকে ভালোবেসে, রাখে তাঁকে স্মরণে।
প্রাণীর রক্ত প্রবাহিত হয়, তখন পশুর পশম পরিমাণ সওয়াব পায়,
নাম ধাম নয়, মহান পশুর খুশীর জন্য, দেয় যবেহ একনিষ্ঠ আশায়।
হাজীদের সাথে সমান তালে বিশ্ব মুসলিম হয় আত্মহারা,
দীন হীনদের মাঝে গোস্ত বিলিয়ে, মুসলিম সমাজ আনন্দে হয় মনহারা।
জাগাতে তাদের, হয় শুভ্রোজ্জ্বল নাঙা তলোয়ারের ঝনঝনানী,
আড়মোড় ভেঙ্গে ছুটে চলো সত্যের পথে, ডাকছে তোমায় দিয়ে হাতছানি।
যথাসাধ্য, মনের পশুকে যবেহ করো, সারা জীবেনর জন্য,
সত্যনিষ্ঠ যাপিত জীবন হলেই, তবে তুমি সফল ও ধন্য ।
অর্থব্যয় এবং গোস্ত খাওয়া, কেবলই তা খাওয়া নয়,
মনে ও দেহে যেনো বিরাজিত হয়, কেবলই আল্লাহর ভয়।
যায় না কো প্রভুর কাছে পশুর গোস্ত হাড্ডি কিবা রক্ত,
যায় শুধু নিয়ত ও তাক্বওয়া, যখনই ঈমান হয় মজবুত শক্ত ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৩৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/০৯/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • দারুন লাগলো
  • রাকিব ইমতিয়াজ. ০৩/০৯/২০১৮
    অসাধারণ
  • মধু মঙ্গল সিনহা ০৩/০৯/২০১৮
    অনুপম শুভেচ্ছা,আপনি সত্যি অনেক ভালো লিখেন...
  • আনাস খান ০২/০৯/২০১৮
    সুন্দর উপস্থাপনা
 
Quantcast