www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হায়রে নিয়তি

রাজপথে রক্তের বন্যা ,
রঞ্জিত জনগণ পুত্র-কন্যা ।

মমতার মায়াডোরে , নির্ভাবনায় নিশ্চিন্ত ,
সুখভরা মনে , দিনটি কাটায় জীবন্ত ।

আকস্মিক খবরে , সেই হৃদয়টা
ভেঙ্গেচুরে খান খান , সাগর
সমান বেদনায় , নির্মমভাবে বেদনাহত ।

পিচাশের অট্টহাসি আরো
বেদনা বাড়ায়........

শান্তনা কোথায় পাবে ওরা

হায়রে নিয়তি !!!

পশুর হৃদয়ো তো বিগলিত হয় ..
কিন্তু পাষাণ মানুষ অসম্ভব আশ্চর্য ।

তাই তো বলা হয় ,'বিদ্যান দুর্জন হলেও পরিত্যাজ্য ' ।
এবং 'মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয় অনিবার্য' ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৬৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/০৮/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • যেখানে বিবেকের শূন্যতা কি করে আসবে পূর্ণতা ?
  • বেশ ভাল।
 
Quantcast