মজাদার ছড়া
১.
চুপ চুপ ওই ডুব
দেয় পানকৌড়ি
হাঁক হাঁক ডাকে বাঘ
পালাই না দৌড়ি ।
২.
শীত শীত ওই শীত
কাঁপে শির শির
শুয়ে আছে খাটে 'পরে
দিয়ে লেপ মুড়ি ।
৩.
খুচ খুচ ঠাণ্ডা কাশি
তুলসি পাতা নে
সর্দিটা দূর করতে
খাও শর্ষে মুড়ি ।
৪.
রুপ রুপ অপরুপ
হাতে আছে চূড়ি
আকাশেতে গোলাকার
থাকে চাঁদ বুড়ি ।
চুপ চুপ ওই ডুব
দেয় পানকৌড়ি
হাঁক হাঁক ডাকে বাঘ
পালাই না দৌড়ি ।
২.
শীত শীত ওই শীত
কাঁপে শির শির
শুয়ে আছে খাটে 'পরে
দিয়ে লেপ মুড়ি ।
৩.
খুচ খুচ ঠাণ্ডা কাশি
তুলসি পাতা নে
সর্দিটা দূর করতে
খাও শর্ষে মুড়ি ।
৪.
রুপ রুপ অপরুপ
হাতে আছে চূড়ি
আকাশেতে গোলাকার
থাকে চাঁদ বুড়ি ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ১৫/০৭/২০১৮চমৎকার সুখপাঠ্য ছড়া।
-
সাইয়িদ রফিকুল হক ০৩/০৭/২০১৮সত্যেন্দ্রনাথের ছড়াটির কথা মনে পড়ে গেল!
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৩/০৭/২০১৮দারুন