থামাও তারে
ঘোর আঁধারে ডুবে আছে মানবতা আজ
বিবেকবোধে মনের ভিতর লাগে লাজ ।
বিশ্বময় চলছে তো চলছেই জুলুম
আষ্টেপৃষ্ঠে বাঁধা যে অসহায় মজলুম ।
খবরের কাগজে শুধুই পড়ি খবর
খুন গুম আর ধর্ষিতাদের হাহাকার ।
মোজাহিদ জাগো ঘুম ভাঙো হও সাহসী
থামাও ওদের যারা সমাজে প্রাণ নাশী ।
থামাও তারে যারা কেড়ে নেয় অধিকার
তোমার সাহসে ফিরে আসবে স্বাধিকার ।
বিবেকবোধে মনের ভিতর লাগে লাজ ।
বিশ্বময় চলছে তো চলছেই জুলুম
আষ্টেপৃষ্ঠে বাঁধা যে অসহায় মজলুম ।
খবরের কাগজে শুধুই পড়ি খবর
খুন গুম আর ধর্ষিতাদের হাহাকার ।
মোজাহিদ জাগো ঘুম ভাঙো হও সাহসী
থামাও ওদের যারা সমাজে প্রাণ নাশী ।
থামাও তারে যারা কেড়ে নেয় অধিকার
তোমার সাহসে ফিরে আসবে স্বাধিকার ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কে. পাল ২৭/০৬/২০১৮Bess
-
অনিরুদ্ধ বুলবুল ২৭/০৬/২০১৮সুন্দর!
চেতনা জাগানিয়া বোধের নান্দনিক প্রকাশ!
অভিনন্দন ও শুভেচ্ছা রইল প্রিয় কবিকে। -
সাইয়িদ রফিকুল হক ২৬/০৬/২০১৮ভালো।
-
সাইদ খোকন নাজিরী ২৬/০৬/২০১৮অনেক ভাল হয়েছে।
-
সুরজিৎ সী ২৬/০৬/২০১৮বেশ ভালো লিখেছেন কবি