একটি ছবি
একটি ছবি একটি অনুভব একটি চাওয়া
ভালোবাসা ভালোবাসি এই তো পাওয়া ।
জীবনের পরতে পরতে আসে প্রেম
মানুষের প্রতি মানুষের কেন হবে অপ্রেম ?
সাধুজন মহাজন বিলায় অকাতরে
স্বার্থহীনতা রয় মনের ভিতরে
পরের কল্যাণে সুখ অনুভব
তারাই তো সমাজে হয় মহানুভব ।
সেই একটি ছবিই শুধুই মোদের প্রেরণা
সেই কোমল ছবিটিই জাগায় প্রেমের চেতনা ।
ভালোবাসা ভালোবাসি এই তো পাওয়া ।
জীবনের পরতে পরতে আসে প্রেম
মানুষের প্রতি মানুষের কেন হবে অপ্রেম ?
সাধুজন মহাজন বিলায় অকাতরে
স্বার্থহীনতা রয় মনের ভিতরে
পরের কল্যাণে সুখ অনুভব
তারাই তো সমাজে হয় মহানুভব ।
সেই একটি ছবিই শুধুই মোদের প্রেরণা
সেই কোমল ছবিটিই জাগায় প্রেমের চেতনা ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৪/০৭/২০১৮অসাধারন।
-
সাইদ খোকন নাজিরী ২৮/০৬/২০১৮যদি থাকে বিবেকের শূন্যতা -কি করে পাবে পূর্নতা !
-
আব্দুল হক ২৭/০৬/২০১৮বেশ ভালো লিখেছেন।
-
কে. পাল ২৭/০৬/২০১৮Valo
-
সুরজিৎ সী ২৬/০৬/২০১৮ভীষন সুন্দর
-
সাইয়িদ রফিকুল হক ২৫/০৬/২০১৮ভালো।