প্রেমানুভূতি
বাগানে সদ্য ফোটা ফুল
ফুলের সুবাসে সুবাসিত হয়ে
ভেঙ্গে যাক আমার সব ভুল
সত্য সংগ্রামে হই যেনো আকুল ।
চেয়ে থাকি ফুটন্ত গোলাপের দিকে
সেই গোলাপ সৌরভ ছড়ায়
অহরহ প্রতিদিন দিকে দিকে
ছুঁতে গেলে ফুঁড়ে যায় হাত কাঁটায় ।
জ্যোৎস্নার আলোতে ঝিরিঝিরি
বাতাসে গা হয় শিহরিত
প্রসন্ন মননে সময় কাটাই আনমনে
রাত জাগা পাখির মতো ।
সঠিক প্রীতি ডোরে তোমাকে পেয়ে
আবেশিত হলো মন আমার
তোমার কোমল পরশে হৃদয়াকাশে
সত্য বিকাশে এলো আলোর আধার ।
ফুলের সুবাসে সুবাসিত হয়ে
ভেঙ্গে যাক আমার সব ভুল
সত্য সংগ্রামে হই যেনো আকুল ।
চেয়ে থাকি ফুটন্ত গোলাপের দিকে
সেই গোলাপ সৌরভ ছড়ায়
অহরহ প্রতিদিন দিকে দিকে
ছুঁতে গেলে ফুঁড়ে যায় হাত কাঁটায় ।
জ্যোৎস্নার আলোতে ঝিরিঝিরি
বাতাসে গা হয় শিহরিত
প্রসন্ন মননে সময় কাটাই আনমনে
রাত জাগা পাখির মতো ।
সঠিক প্রীতি ডোরে তোমাকে পেয়ে
আবেশিত হলো মন আমার
তোমার কোমল পরশে হৃদয়াকাশে
সত্য বিকাশে এলো আলোর আধার ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৬/০৭/২০১৮
-
মোমিনুল হক আরাফাত ২৫/০৬/২০১৮রম্য
-
সাইয়িদ রফিকুল হক ২৪/০৬/২০১৮ভালো।
-
সাইদ খোকন নাজিরী ২৪/০৬/২০১৮অনুপ্রাণিত হলাম কবির কবিতা পড়ে।
-
আব্দুল হক ২৪/০৬/২০১৮বেশ সুন্দর লিখেছেন, ধন্যবাদ!
ধন্যবাদ।