www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হিল্লোল

কে আমাকে হিল্লোলে হিল্লোলে ডেকে যায়
কোথায় আজ আমার পরমাত্মীয়
হৃদয়ের গভীরে সেই জিজ্ঞাসা
কার অন্বেষায় জীবনের চাকা ঘোরে ।


আমি খোঁজে পাই , দাঁড়াই সালাতে প্রার্থনায়
তাঁরই খোঁজে হারিয়ে যাই অজানায়
পরমাত্মার শান্তির প্রতীক্ষায় সারাক্ষণ
চেয়ে রই তাঁরই রহমতের প্রত্যাশায় ।


গভীর মনোযোগে মহান মালিকের সম্মুখে
পরম প্রশান্তি মননে অনুভবে
বেদনার বালুরা উড়ে যায় দূরে বহু দূরে
শুধুই শান্তি আর শান্তি বিরাজমান অন্তরে ।


ভয় ভক্তি বিনয়ের সবটুকু দেনা তাঁরই জন্য
তিনিই যে সব আর নেই কেউ অন্য
প্রেমাবরণে ঢাকতেই হবে তাঁকে সব সময়
খুলে যাবে সবার জন্য তাঁর দয়ার দুয়ার ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৩৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/০৫/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • শাহারিয়ার ইমন ০৯/০৫/২০১৮
    সুন্দর
  • অনন্য।
  • নমাজের আহ্বান!
 
Quantcast