নাও খুঁজে নব কিছু
মুক্ত মনে সুপ্ত প্রাণে
নানা ভাব নানা কথা
কর্ম হোক ভাল শুধু
হোক জন্ম যথা তথা ।
আলো ভাল যায় কালো
তারা করে ঝল ঝল
ফুলে ঘ্রাণে মুগ্ধ সবি
দেহে আসে শক্তি বল ।
বই পড়ো বক্ষ গড়ো
যুদ্ধ ছাড়ো শান্তি আনো
ছাঁই যদি ক্ষুদ্র অতি
নাও কুড়ে তাকে জানো ।
নানা ভাব নানা কথা
কর্ম হোক ভাল শুধু
হোক জন্ম যথা তথা ।
আলো ভাল যায় কালো
তারা করে ঝল ঝল
ফুলে ঘ্রাণে মুগ্ধ সবি
দেহে আসে শক্তি বল ।
বই পড়ো বক্ষ গড়ো
যুদ্ধ ছাড়ো শান্তি আনো
ছাঁই যদি ক্ষুদ্র অতি
নাও কুড়ে তাকে জানো ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুল হক ০৯/০৪/২০১৮সুন্দর, নতুনত্ব আছে।
-
কে. পাল ০৮/০৪/২০১৮ভাল
-
ন্যান্সি দেওয়ান ০৮/০৪/২০১৮বাহ্ !
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৮/০৪/২০১৮নতুন খুজি