রাগ ও লোভ
রাগ
আছে যার
সামলাতে পারে আর
শক্তিমান বলা যায় তাকে ।
নয়
বলবান সে
কুস্তিতে লড়তে গিয়ে
অন্যকে আছাড় দিতে পারে ।
ক্রোধ
কার্যকর করার
সক্ষমতা আছে তার
তবুও তা দমিয়ে রাখতে পারার
বিমোহিত পুরষ্কার ! থাকবে সুন্দরী হুর ।
লোভ
প্রত্যেক মানুষের
রিপুর দোষটি আছে সবার
এসব লোক মনে মনে পায় কষ্ট
তাই তো বলা হয় , "অতি লোভে তাঁতি নষ্ট ।"
আছে যার
সামলাতে পারে আর
শক্তিমান বলা যায় তাকে ।
নয়
বলবান সে
কুস্তিতে লড়তে গিয়ে
অন্যকে আছাড় দিতে পারে ।
ক্রোধ
কার্যকর করার
সক্ষমতা আছে তার
তবুও তা দমিয়ে রাখতে পারার
বিমোহিত পুরষ্কার ! থাকবে সুন্দরী হুর ।
লোভ
প্রত্যেক মানুষের
রিপুর দোষটি আছে সবার
এসব লোক মনে মনে পায় কষ্ট
তাই তো বলা হয় , "অতি লোভে তাঁতি নষ্ট ।"
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৭/০৩/২০১৮দারুন লেগেছে
-
হুসাইন দিলাওয়ার ০৭/০৩/২০১৮বাহ
-
মোঃ ফাহাদ আলী ০৬/০৩/২০১৮পিরামিড লেখা আমাকে খুব মুগ্ধ করে ছন্দ যেমন সুন্দর তেমনি দেখতেও অনেক সুন্দর লাগে। শুভকামনা রইল প্রিয় কবি।
-
মল্লিকা রায় ০৬/০৩/২০১৮সঠিক কথা, শুভেচ্ছা ,লিখে যান।
-
রেজাউল রেজা (নীরব কবি) ০৬/০৩/২০১৮দারুণ!