www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভাঙ্গা ও গড়া

সুন্দর
সাজানো সংসার
ভেঙ্গে হলো খানখান-
মনের ভিতর করে তোলপাড় ,
মন ভাঙ্গলে ভাইরে গড়েনা আর ।


প্রেম
দু'টি মন
গড়ে তোলে বারবার-
প্রস্ফুটিত উম্মুক্ত ফুলের বাগান ,
অবিশ্বাসে তৈরী হয় সন্দেহ সংশয় ।


বৈরিতা
এনে দেয়
বিরহ মান অভিমান-
দূরত্ব , গভীরতা কমিয়ে দেয় ,
শুরু হয় ঝড় তুফান মহাপ্রলয় ।


সহজতা
প্রসস্ত মনন
পরষ্পরের প্রতি দৃঢ়তা-
চিড় ধরেনা প্রেমের গভীরতায় ,
নিয়ে আসে মনে পুষ্পিত সজীবতা ।


জীবন
বয়ে চলে
ইয়ার্কি ফাজলামী নয়-
যতন করে সাজাও তারে ,
সৌরভে গৌরবে সমাদৃত হও মঞ্জিলে ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৯৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/০৩/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • জীবনযন্ত্রণার কথা।
  • মোঃ ফাহাদ আলী ০৬/০৩/২০১৮
    দুষ্প্রাপ্য কবিতা ছন্দ। শুভকামনা রইল প্রিয় কবি।
 
Quantcast