www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অট্টালিকা গড়ে

যদি নাহি থাকে
তাতে মান অভিমান
কিভাবে বুঝা যাবে
ভালোবাসার সম্মান ।

পুলকিত হয় সদা
কবির কবিতা পড়ে
এভাবে দৃঢ় হয় ভিত
ভালোবাসার অট্টালিকা গড়ে ।

ভেসে আসে মনের
নদীতে খেয়া ঘাটে
তাকে ভেবে ভেবেই
প্রিয়জনের দিন কাটে ।

সত্য ভালোবাসা কখনো
ভুল বুঝে না কভু
ভুল হলেও ক্ষমার পালে
উঠে ক্ষমা করে তবু ।

এভাবে এগিয়ে চলে নির্ভাবনায়
ভালোবাসার তরি সম্মুখপানে
দিন মাস বছর যায়........
চিড় ধরে না কোথাও কোনোখানে ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭১০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/০৩/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভাল লেগেছে
  • দারুণ একটা কবিতা!
    পাঠে মুগ্ধ হলাম প্রিয় কবি।
    অনেক শুভ কামনা রইল সেই সাথে আমন্ত্রণ আমার পাতায়।
  • মোঃ ফাহাদ আলী ০৫/০৩/২০১৮
    ভালোবাসার ছোঁয়ায় মন ভরে গেল যে প্রিয় কবি।
 
Quantcast