www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সবই আমার


সব খেয়েই পেট ভরাবো
এই তো আমার নাম
আম জনতার যা-ই হোক
ঝরাই নিজের ঘাম ।


ঘাম ঝরাবো মান হারাবো
সবই নিজের জন্য
দূর্নীতিতে নম্বর ওয়ান
তাই ধন্য আমি ধন্য ।


যা আছে সব গোল্লায় যাক
অবশেষে রসাতল
মনের সুখে থাকতে পারি
তোষামোদী শক্তিবল ।


যুদ্ধ করেই জয় এনেছি
দেশটাই যে আমার
পেছনে থাক ওই জনতা
কে সে দমাবে আবার ।


সুশীল বলো মহান বলো
সব থোড়াই কেয়ার
কে আসবিরে সামনে আয়
এই ক্ষমতা নেয়ার ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭১৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০২/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বাহ বেশ লাগলো।।


    প্রিয় তালিকাতে রাখলাম আপনার নাম।


    ভালোবাসা নিবেন কবি
    • আল হামদুলিল্লাহ । আপনি আমাকে প্রিয়তে রেখেছেন জেনে খুবই ভাল লগলো ।
      আল্লাহ আপনাকে উত্তম যাজা দান করুন । এভাবে সবসময় যেন একে অপরের প্রিয় থাকতে পারি
      আল্লাহ আমাদের উভয়কে কবুল করুন । আপনি যদি 'কবি সম্মেলন ২০১৮' তে আসেন তাহলে দেখা হবে ইনশা আল্লাহ । ভাল থাকুন সবসময় ।
  • মোঃ ফাহাদ আলী ১১/০২/২০১৮
    দেশ রসাতলে গেলে প্রিয় কবির খবর আছে এই বলে রাখলুম হু।
  • মধু মঙ্গল সিনহা ১১/০২/২০১৮
    ভালো লাগলো,ধন্যবাদ আপনাকে প্রিয় কবি।
 
Quantcast