সবই আমার
১
সব খেয়েই পেট ভরাবো
এই তো আমার নাম
আম জনতার যা-ই হোক
ঝরাই নিজের ঘাম ।
২
ঘাম ঝরাবো মান হারাবো
সবই নিজের জন্য
দূর্নীতিতে নম্বর ওয়ান
তাই ধন্য আমি ধন্য ।
৩
যা আছে সব গোল্লায় যাক
অবশেষে রসাতল
মনের সুখে থাকতে পারি
তোষামোদী শক্তিবল ।
৪
যুদ্ধ করেই জয় এনেছি
দেশটাই যে আমার
পেছনে থাক ওই জনতা
কে সে দমাবে আবার ।
৫
সুশীল বলো মহান বলো
সব থোড়াই কেয়ার
কে আসবিরে সামনে আয়
এই ক্ষমতা নেয়ার ।
সব খেয়েই পেট ভরাবো
এই তো আমার নাম
আম জনতার যা-ই হোক
ঝরাই নিজের ঘাম ।
২
ঘাম ঝরাবো মান হারাবো
সবই নিজের জন্য
দূর্নীতিতে নম্বর ওয়ান
তাই ধন্য আমি ধন্য ।
৩
যা আছে সব গোল্লায় যাক
অবশেষে রসাতল
মনের সুখে থাকতে পারি
তোষামোদী শক্তিবল ।
৪
যুদ্ধ করেই জয় এনেছি
দেশটাই যে আমার
পেছনে থাক ওই জনতা
কে সে দমাবে আবার ।
৫
সুশীল বলো মহান বলো
সব থোড়াই কেয়ার
কে আসবিরে সামনে আয়
এই ক্ষমতা নেয়ার ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ১৮/০২/২০১৮
-
মোঃ ফাহাদ আলী ১১/০২/২০১৮দেশ রসাতলে গেলে প্রিয় কবির খবর আছে এই বলে রাখলুম হু।
-
মধু মঙ্গল সিনহা ১১/০২/২০১৮ভালো লাগলো,ধন্যবাদ আপনাকে প্রিয় কবি।
প্রিয় তালিকাতে রাখলাম আপনার নাম।
ভালোবাসা নিবেন কবি