পেঁয়াজের ঝাঁঝ
রান্না না হয় থেমে থাক
মশলা ছাড়া ,
দামের উচ্চহারে সব
বাজার ছাড়া ।
স্বাদের তরকারি পেঁয়াজ বাদে
তা কাটতে গেলে চোখ কাঁদে ।
পেঁয়াজের ঝাঁঝের এখন
খুবই মূল্য ,
তাইতো রাঁধুনির ডেকছি
উনূন শূন্য ।
_____________________
# পেঁয়াজের বাজার সাধারণের নাগালের বাইরে ।
সেই প্রেক্ষিতে লেখাটির উদ্ভব ।
মশলা ছাড়া ,
দামের উচ্চহারে সব
বাজার ছাড়া ।
স্বাদের তরকারি পেঁয়াজ বাদে
তা কাটতে গেলে চোখ কাঁদে ।
পেঁয়াজের ঝাঁঝের এখন
খুবই মূল্য ,
তাইতো রাঁধুনির ডেকছি
উনূন শূন্য ।
_____________________
# পেঁয়াজের বাজার সাধারণের নাগালের বাইরে ।
সেই প্রেক্ষিতে লেখাটির উদ্ভব ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ৩১/১২/২০১৭সুন্দর লেখেছেন।
-
অভিষেক মান্না ১৪/১২/২০১৭besh valo
-
সাঁঝের তারা ১৩/১২/২০১৭অপূর্ব
-
হুসাইন দিলাওয়ার ১৩/১২/২০১৭সুন্দর কবিতা,,,
-
মীর মুহাম্মাদ আলী ১৩/১২/২০১৭সুন্দর ছন্দ।
-
আব্দুল হক ১৩/১২/২০১৭বেশ ভালো লিখা! ধন্যবাদ