www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমাদের গ্রাম

আমাদের গ্রাম আমাদের মান তা আমাদের প্রাণ ,
জন্ম আমার সেথায় বড় হয়েছি হেথায় পেয়েছি পরিত্রাণ ।
তারই তরুছায়ায় মায়ামমতায় নিজেকে হারিয়েছি কত ,
পাড়ার সবাই মিলে নানারকম ঘুড়ি উড়ায়েছি শত শত ।
কানামাছি ভোঁ ভোঁ গোল্লাছুট হাডুডু খেলেছি স্কুল মাঠে ,
হাত পা ধোয়া গোসলে গিয়ে সাঁতরিয়েছি পাশেই পুকুর ঘাটে ।
আমাদের বাড়ি স্কুলের সাথেই সামনে মাদ্রাসা ও মসজিদ ,
নামায অন্তে রাতের খাবার শেষে নিজের ঘরে যাই নীদ ।

নয় ভাগীরথি নয় মহারথি গ্রামের নামটি শুধুই রথি ,
যতবার যাই বারবার তাকাই প্রাণ জুড়াই কাটাই নিশুতি রাতি ।.
গ্রামের মেঠোপথে নেই কোন কাদা সকল পথই এখন পাকা ,
পায়ে লাগেনা কাদা অবিরাম চলে সবাই , ঘোরে গাড়ির চাকা ।
যেখানেই থাকি যেভাবেই রই থাকে গ্রামের প্রতি ভালোবাসা ,
মরণের পরে প্রাণপ্রিয় স্বজনদের কাছে রাখিবো দোয়ার আশা ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৭৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/১১/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মধু মঙ্গল সিনহা ১১/০২/২০১৮
    ভাল লাগলো,ধন্যবাদ প্রিয় কবি।
  • সুন্দর
  • সাঁঝের তারা ২৩/১১/২০১৭
    অনেক উন্নতি গ্রামের ...
  • অনেক ভালো।
  • সোলাইমান ২২/১১/২০১৭
    বেশ প্রয়োজনীয় তথ্য কাব্যে। মুগধ হলাম কাব্যসুধায়।
    ভাল থাকুন কবি।
 
Quantcast