www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিভীষিকা

সুপ্ত ভাবনায় প্রলুব্ধ চেতনায় বিকশিত হলো কলম
ঝলকিত প্রাণে বিমুগ্ধ ঘ্রাণে বিতাড়িত হলো শরম ।

অন্ধকার চোরাবালিতে আটকে গেছে পৃথিবীর আদর্শ
পশুত্ব ছড়িয়ে মমত্ব হারিয়ে পরষ্পরে হচ্ছে শুধুই ঘর্ষ ।

পুষ্পমোড়ানো কিংবা নয়কো কুসুমাস্তির্ন এই ধরা
নানা পীড়নে নানা নিপীড়নে বিধ্বস্ত প্রাণের বসুন্ধরা ।

কেউ ক্ষমতা নিয়ে কেউ প্রতিপত্তি নিয়ে করে কেবল লড়াই
কার পরে কে উপরে উঠিবে এটাই এখন সকলের বড়াই ।

নীতিহীনতার নাগপাশে রয়েছে নীতিহীন সমস্ত লোক
গোলক ধাঁধাঁয় সকলি রয়েছে পড়ে , রয়েছে বিশ্বলোক ।

ধর্মে ধর্মে , ভাইয়ে ভাইয়ে , গোত্রে গোত্রে চলছে কাটাকাটি
কাকে পিষিয়ে কাকে উপড়িয়ে দমন করে বড় হবে রাতারাতি ।

দুর্বল নিরীহ নিঃস্ব অবহেলিত জনতার শুনা যায় আর্তচিৎকার
কে আছো এমন দরদি এই বিভীষিকা থেকে আমাদের বাঁচাবার ?

জ্বলন্ত অঙ্গার হস্তে রেখে , পুড়ে গেলে এতেও নেই কোনো দ্বিধাভয়
নেই বোধ নেই চেতন কারোরই , ভাল মন্দের ব্যবধান করতে নির্ণয় ।

কষ্টকে মাড়িয়ে দুঃখকে হারিয়ে বিশ্বকে নাড়িয়ে একদিন আসবে সুদিন
সুবিচার আসবে সুনীতি হবে , হবে সুখময় সমাজ থাকবে না এই দুর্দিন ।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭২৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/১০/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সোলাইমান ২৬/১০/২০১৭
    অসাধারণ কাব্যিক। সুপ্রিয় কবি,শুভেচ্ছা জানবেন। সুস্থ থাকুন।আমন্ত্রণ আমার পাতায়।
  • সুন্দর ভাবনা
  • সুমন দাস। ২৪/১০/২০১৭
    খুব ভালো লাগল
  • ফয়জুল মহী ২৪/১০/২০১৭
    কবিতার চয়নে চয়নে ছড়িয়ে দিলাম মুগ্ধতা।
  • আজাদ আলী ২৪/১০/২০১৭
    Thik Boleyn priy kobi
  • ফয়সাল রহমান ২৪/১০/২০১৭
    কঠিন আবেগ
  • Mahbubur Rahman ২৪/১০/২০১৭
    সুদিন আসবে
  • সাঁঝের তারা ২৪/১০/২০১৭
    ঠিক কথা - একদিন সুদিন আসুক ...
 
Quantcast