ক্ষতি
ক্ষতির শ্রোত ধারায় যারা বহমান
বিশ্বাসের দাবিতে তারা নয়কো বলিয়ান ।
সময়ের শপথ করে বলেছেন প্রভু মহান
তারাই ক্ষতির ধারায় নিমজ্জিত অগ্রসরমান ।
বরফ গলে গলে যেভাবে নিঃশেষ হয়ে যায়
মানুষের জীবনকাল সেভাবে ক্ষয়ে শেষ হয়ে যায় ।
তারা নয় , যারা বিশ্বাসে বিপ্লবে
অবিচল নিশ্চল দন্ডায়মান ।
সকল ভালো কাজে সতত রাখে
সঠিক সমান্তরাল সমান ।
একে অপরের মাাঝে যারা
বলে যায় হক্বের সুন্দর কথা ,
বিপদে মুসিবতে সাধন করে
সহিষ্ণুতার চরম উৎকর্ষতা ।
এ ক্ষতি থেকে বাঁচতে পারবে তারা
মনের গহিনে প্রভুর ভয় রাখিছে যারা ।।
বিশ্বাসের দাবিতে তারা নয়কো বলিয়ান ।
সময়ের শপথ করে বলেছেন প্রভু মহান
তারাই ক্ষতির ধারায় নিমজ্জিত অগ্রসরমান ।
বরফ গলে গলে যেভাবে নিঃশেষ হয়ে যায়
মানুষের জীবনকাল সেভাবে ক্ষয়ে শেষ হয়ে যায় ।
তারা নয় , যারা বিশ্বাসে বিপ্লবে
অবিচল নিশ্চল দন্ডায়মান ।
সকল ভালো কাজে সতত রাখে
সঠিক সমান্তরাল সমান ।
একে অপরের মাাঝে যারা
বলে যায় হক্বের সুন্দর কথা ,
বিপদে মুসিবতে সাধন করে
সহিষ্ণুতার চরম উৎকর্ষতা ।
এ ক্ষতি থেকে বাঁচতে পারবে তারা
মনের গহিনে প্রভুর ভয় রাখিছে যারা ।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ০৯/০৬/২০২২অনুপম
-
কালকেতু (দুর্জয় কবি) ১৩/১০/২০১৭সুন্দর কবিতা।
-
Abdullah Al Mamun ১২/১০/২০১৭Onek valor
-
সাঁঝের তারা ১১/১০/২০১৭খুব ভালো
-
অনিক মজুমদার ১১/১০/২০১৭😞😞😒😒
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১১/১০/২০১৭অ ন ব দ্য।
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ১১/১০/২০১৭ভালো লাগলো
-
টি এম আমান উল্লাহ ১১/১০/২০১৭valo laglo.
-
আজাদ আলী ১১/১০/২০১৭Thik bolechen priy kobi. Suveccha nirantar.