ভালোবাসা তুমি
ভালোবাসা তুমি
এক গুচ্ছ রজনি গন্ধার লম্বা স্টিক
ভালোবাসা তুমি
গোলাপ জুঁই শিউলী ফুলের ঘ্রাণ লও ঠিক ঠিক
ভালোবাসা তুমি
মনের ভিতর লুকায়িত যত সংলাপ
ভালোবাসা তুমি
হারানোর বেদনায় কর যে কত বিলাপ
ভালোবাসা তুমি
নীদ হীন রাতের আঁধারে মোবাইলালাপ
ভালোবাসা তুমি
তরুণ তরুণীর রাত জাগরণের এই কার্যকলাপ
ভালোবাসা তুমি
মানমর্যাদা হারানোর অন্যতম ভিত
ভালোবাসা তুমি
প্রেমানলে জ্বলবার অগ্নি গীত
ভালোবাসা তুমি
ব্যর্থ প্রেমে পরাজিত হয়ে গলায় ফাঁস
ভালোবাসা তুমি
বিদীর্ণ বক্ষে অশ্রুসিক্ত আর্তনাদ
ভালোবাসা তুমি
পিতা-মাতাকে এড়িয়ে চলার আচরণ
ভালোবাসা তুমি
কেন হয়ে যায় অবাঞ্চিত কাজ অকারণ ?
এক গুচ্ছ রজনি গন্ধার লম্বা স্টিক
ভালোবাসা তুমি
গোলাপ জুঁই শিউলী ফুলের ঘ্রাণ লও ঠিক ঠিক
ভালোবাসা তুমি
মনের ভিতর লুকায়িত যত সংলাপ
ভালোবাসা তুমি
হারানোর বেদনায় কর যে কত বিলাপ
ভালোবাসা তুমি
নীদ হীন রাতের আঁধারে মোবাইলালাপ
ভালোবাসা তুমি
তরুণ তরুণীর রাত জাগরণের এই কার্যকলাপ
ভালোবাসা তুমি
মানমর্যাদা হারানোর অন্যতম ভিত
ভালোবাসা তুমি
প্রেমানলে জ্বলবার অগ্নি গীত
ভালোবাসা তুমি
ব্যর্থ প্রেমে পরাজিত হয়ে গলায় ফাঁস
ভালোবাসা তুমি
বিদীর্ণ বক্ষে অশ্রুসিক্ত আর্তনাদ
ভালোবাসা তুমি
পিতা-মাতাকে এড়িয়ে চলার আচরণ
ভালোবাসা তুমি
কেন হয়ে যায় অবাঞ্চিত কাজ অকারণ ?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ০৯/০৬/২০২২অনবদ্য
-
মোঃ মুসা খান ২৭/১০/২০১৭খুব ভাল লাগল
-
কে. পাল ১১/১০/২০১৭Bess
-
মধু মঙ্গল সিনহা ১০/১০/২০১৭পাঠ করে মুগ্ধ হ'লাম। শ্রদ্ধা রইল আপনার জন্য।
-
অনিক মজুমদার ১০/১০/২০১৭ভালোবাসা তুই স্বর্গময় যৌনতা
-
ন্যান্সি দেওয়ান ১০/১০/২০১৭Darun..
-
মুহাম্মাদ রাসেল উদ্দীন ১০/১০/২০১৭বাহ