জবাব দিবেন কি
রোহিঙ্গা দেশের
একজন শান্তিতে নোবেল
পাওয়া লোকের আনুকুল্যে
তাঁরই ছত্রছায়ায় সেই দেশের ,
সৈনিকেরা মুসলিমদের
হত্যা করছে ।
মুসলিম মানেই হলো আজ
হত্যার মুখোমুখি ,
অথচ এরা নিরীহ , শান্তিপ্রিয়
নিরপরাধ , দেশপ্রেমিক
সত্যের ধারক বাহক ।
কেন ? এতো বর্বরতা !
তারাতো মনুষ্যজাতির অন্তর্ভুক্ত ।
বিশাল এই পৃথিবীতে বেঁচে
থাকার আছে অধিকার ।
তাহলে কেন , কেন এমন হচ্ছে ?
মনুষ্যত্যের কি মরণ হয়েছে ?
বিশ্ব বিবেক জবাব দিবেন কি ???
একজন শান্তিতে নোবেল
পাওয়া লোকের আনুকুল্যে
তাঁরই ছত্রছায়ায় সেই দেশের ,
সৈনিকেরা মুসলিমদের
হত্যা করছে ।
মুসলিম মানেই হলো আজ
হত্যার মুখোমুখি ,
অথচ এরা নিরীহ , শান্তিপ্রিয়
নিরপরাধ , দেশপ্রেমিক
সত্যের ধারক বাহক ।
কেন ? এতো বর্বরতা !
তারাতো মনুষ্যজাতির অন্তর্ভুক্ত ।
বিশাল এই পৃথিবীতে বেঁচে
থাকার আছে অধিকার ।
তাহলে কেন , কেন এমন হচ্ছে ?
মনুষ্যত্যের কি মরণ হয়েছে ?
বিশ্ব বিবেক জবাব দিবেন কি ???
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ০৯/০৬/২০২২বেশ ভালো
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৫/০৫/২০২১পড়ে মুগ্ধ হলাম
-
Tanju H ০২/১০/২০১৭কোন জবাব নেই নেই দিতে পারে,যিনি কাজ গুলা করাচ্ছেন।।
-
মোঃ শহীদ হোসেন হৃদয় ০২/১০/২০১৭ধন্যবাদ কবি,,,
-
আজাদ আলী ০২/১০/২০১৭No answer