www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সুষমা জড়ানো

আমরা পরিবারে সবাই এক সাথে বসবাস করি । বাবা , মা , ভাই -বোন আবার কোনো কোনো পরিবারে দাদা - দাদীও থাকে । বেশ সুন্দর আবহে মিলেমিশে থাকে । কিন্ত যখনই কোনো স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কথা হয় কিংবা আলাপ আলোচনা হয় দেখা যায় উত্তেজনা চেঁচামেচি রাগারাগি । এমন কি উচ্চ কণ্ঠ রব । যা পরিবারের পরিবেশটাকে অনাকাঙ্খিত অপ্রত্যাশিত করে তোলে ।

হয়ে যায় সব বিভীষিকাময় ।
এক সাথে থাকার সুন্দর পরিবেশ হয়ে যায় তিক্ত ।তবুও আমরা থাকি মনের ভিতর নদী সমান ব্যথা নিয়ে । কেনো আমরা একে অপরকে বুঝতে পারি না । গভীর ভালোবাসার আলিঙ্গণে জড়াতে পারি না । একটু আধটু ভালোবাসা না দিয়ে পূর্ণ মনমানসিকতা দিয়েই ভালোবাসি ।
একে অপরের মনের ভাবনা বুঝার চেষ্টা করি । ধৈর্য ধরি । লোভ সংবরণ করি । যার যার স্থানে তার কাজকে স্বীকৃতি দেই । হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে আমৃৃত্যু জীবন যাপন করি ।
বাহ ! কত না সুন্দর হবে আমাদের পারিবারিক পরিবেশ ।
আহা যদি এমন হতো সবার পরিবার । তাহলে আলো ছড়াতো চারদিকে ।
স্নিগ্ধতা সুবাসিত আর মনোরম সুষমা জড়ানো হোক সবার জীবন ।
সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক সদা ।
বিষয়শ্রেণী: অভিজ্ঞতা
ব্লগটি ৮২৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/০৯/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast