প্রত্যাশা
নিঃসঙ্গতার ঐকতান ভেঙ্গে উচ্ছল জনস্রোত,
বিভুইয়ে রজনীর আতঙ্কিত নিশাচর,
অসতর্ক নিঃশ্বাসে ঢুকে পড়া ভাইরাস,
দিনের শেষে রাতের নির্জনতার পরে আসে ভোর,
ফিরে আসুক ধরায় জনস্রোত রাস্তার,
আসুক মুক্ত নিশ্বাস,দীঘল চুমুর স্বর।
বিভুইয়ে রজনীর আতঙ্কিত নিশাচর,
অসতর্ক নিঃশ্বাসে ঢুকে পড়া ভাইরাস,
দিনের শেষে রাতের নির্জনতার পরে আসে ভোর,
ফিরে আসুক ধরায় জনস্রোত রাস্তার,
আসুক মুক্ত নিশ্বাস,দীঘল চুমুর স্বর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অমিতাভ স্বর্ণকার ২৫/০৭/২০২০বাহঃ! চমৎকার
-
এম. মাহবুব মুকুল ৩০/০৬/২০২০দারুণ। কাব্যকথা।
-
Md. Rayhan Kazi ২৮/০৬/২০২০অনন্য প্রকাশনী
-
ফয়জুল মহী ২৮/০৬/২০২০অনন্য অপূর্ব শব্দ বুনন
-
কে এম শাহ্ রিয়ার ২৮/০৬/২০২০বাহ্ চমৎকার হয়েছে!
-
সাইয়িদ রফিকুল হক ২৮/০৬/২০২০বেশ!