প্রেষণী
নিস্তব্ধ সুনসান নিশীথে আধো চাঁদ
উর্বশী প্রেয়সীর মত লুকোচুরি খেলে মেঘের আড়ালে।
জানালার শার্সিতে নীরবে এসে
কোমল কপলে নিঃশব্দে উকি দেয়
সহস্র বছরের লটকানো যৌবন নিয়ে
ছড়িয়ে পড়ে বিছানায় যুবতীর কেশের মত।
স্বপ্ন দেখায়,নীল দিগন্তের প্রশান্তিরা ভীর করে।
মৃদু বাতাস,মেঘদল,পত্রপল্লবের ফাঁক দিয়ে নাকের ডগায়
প্রেম নিক্ষেপ করে আমায়।
প্রেয়সী চাঁদ, শত যুবতীর কোল থেকে কোন যাদুর মন্ত্রে টেনে নেয় আমায়?
উর্বশী প্রেয়সীর মত লুকোচুরি খেলে মেঘের আড়ালে।
জানালার শার্সিতে নীরবে এসে
কোমল কপলে নিঃশব্দে উকি দেয়
সহস্র বছরের লটকানো যৌবন নিয়ে
ছড়িয়ে পড়ে বিছানায় যুবতীর কেশের মত।
স্বপ্ন দেখায়,নীল দিগন্তের প্রশান্তিরা ভীর করে।
মৃদু বাতাস,মেঘদল,পত্রপল্লবের ফাঁক দিয়ে নাকের ডগায়
প্রেম নিক্ষেপ করে আমায়।
প্রেয়সী চাঁদ, শত যুবতীর কোল থেকে কোন যাদুর মন্ত্রে টেনে নেয় আমায়?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ২০/০৫/২০২০সুন্দর অনুভূতিময় উপস্থাপন।
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ২০/০৫/২০২০বেশ লিখেছেন কবি প্রিয়
-
মোহন দাস (বিষাক্ত কবি) ২০/০৫/২০২০Darun darun...
-
ফয়জুল মহী ১৯/০৫/২০২০পৃথিবী শান্ত হলেই বাঁচি।