বেনামে ডেকো
এই নির্জন অবেলায় ক্ষণিকের দুপুরে
এলোকেশ ছড়িয়ে দূর প্রান্তরে দাড়িয়ে
ডেকো আমায় বেনামে
ঐ নির্জন প্রান্তরে একগুচ্ছ গোলাপ হাতে
কথার ফুলঝুরি ফুটিয়ে কদমে কদমে
হেটে যাবো বহুদূর প্রান্তরে
যেখানে শুকনো মিয়নো পাতা ঝরে পড়ে
অরণ্যের পেট চিরে বেরিয়ে যায় নদের জল
আমার দীর্ঘশ্বাসের মত।
এলোকেশ ছড়িয়ে দূর প্রান্তরে দাড়িয়ে
ডেকো আমায় বেনামে
ঐ নির্জন প্রান্তরে একগুচ্ছ গোলাপ হাতে
কথার ফুলঝুরি ফুটিয়ে কদমে কদমে
হেটে যাবো বহুদূর প্রান্তরে
যেখানে শুকনো মিয়নো পাতা ঝরে পড়ে
অরণ্যের পেট চিরে বেরিয়ে যায় নদের জল
আমার দীর্ঘশ্বাসের মত।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দীপজয় গাঙ্গুলী ১৪/০৫/২০২০খুব সুন্দর লেখা।
-
বোরহানুল ইসলাম লিটন ১৩/০৫/২০২০অনবদ্য অনুভূতিময়।
শুভেচ্ছা ও শুভ কামনা রইল প্রিয় কবি। -
ইসমাইল জসীম ১৩/০৫/২০২০আবেগঘন একটি কবিতা । শুভেচ্ছা কবি।
-
গাজী তারেক আজিজ ১৩/০৫/২০২০বেশ
-
ফয়জুল মহী ১৩/০৫/২০২০দুর্দান্ত, নিখুঁত প্রকাশ।