প্রবাহ
এই নির্মল বিষাদ সান্ধ্যনগরীতে
উপচে পড়া সোডিয়াম আলোয়
রেডিয়াম স্ক্রিনে লাল,নীল,গোলাপী আভা
ক্লিক ক্লিক শব্দে বন্ধী হাসি,দুঃখ,বেদনা;থমকে যায়,স্থির হয়ে থাকে
বছর বছর পরে এইসব মূর্তিমান ছবি
আবেগ উসকে দিয়ে হাসায়,কাদায়
চার দেয়ালের হাহাকার
প্রান্তরের বৃক্ষে ঝুলে থাকা লাশ
সফেদ দেয়াল ঘেষে ঘুমন্ত জারজ
ক্লিক ক্লিক শব্দে থমকে যায়
স্থির হয়ে তাকিয়ে থাকে আমাদের দৃষ্টির অগোচরে;
আদ্র,অসচ্ছ প্রশ্ন ছুড়ে দেয় অকাতরে।
৪,চৈত্র,১৪২৬
উপচে পড়া সোডিয়াম আলোয়
রেডিয়াম স্ক্রিনে লাল,নীল,গোলাপী আভা
ক্লিক ক্লিক শব্দে বন্ধী হাসি,দুঃখ,বেদনা;থমকে যায়,স্থির হয়ে থাকে
বছর বছর পরে এইসব মূর্তিমান ছবি
আবেগ উসকে দিয়ে হাসায়,কাদায়
চার দেয়ালের হাহাকার
প্রান্তরের বৃক্ষে ঝুলে থাকা লাশ
সফেদ দেয়াল ঘেষে ঘুমন্ত জারজ
ক্লিক ক্লিক শব্দে থমকে যায়
স্থির হয়ে তাকিয়ে থাকে আমাদের দৃষ্টির অগোচরে;
আদ্র,অসচ্ছ প্রশ্ন ছুড়ে দেয় অকাতরে।
৪,চৈত্র,১৪২৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
গাজী তারেক আজিজ ২৮/০৩/২০২০দুর্দান্ত
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ২২/০৩/২০২০চমৎকা।
-
ফয়জুল মহী ১৯/০৩/২০২০Awesome
-
আলমগীর সরকার লিটন ১৯/০৩/২০২০অসাধারণ------------
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৯/০৩/২০২০চমৎকার
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৯/০৩/২০২০fabulous post!