ফিরে দেখা শৈশব
বিকেলে বুনো হাওয়ার ক্ষিপ্রতায় আকাশে মেঘ ভারী হয়ে আসছে।কালো আবরণে ফ্যাকাশে হয়ে গেছে নীল-সবুজের মহারণ।পূবের মেঘ দক্ষিণে ঘটা করে জমা হয়েছে।উত্তর-পশ্চিমের ধবল আকাশ থর থর কাপছে।ঝড়ের উস্কানি পেলেই হামলে পড়বে মেঘের দল।
গ্রামের কারো ঘরের চালা,আম-কাঠালের কুঁড়ি লন্ডভন্ড করে ফেলবে সব।এমন ঝড়বাদলের সন্ধ্যায় একহাতে গরুর দড়ি, আর এক হাত দিয়ে মাথায় ওড়না ঠেসে ধরে লাহাওলা,লাহাওলা বলে দৌড়াচ্ছে মেয়েটি।
২২ বৈশাখ ১৪২৬
গ্রামের কারো ঘরের চালা,আম-কাঠালের কুঁড়ি লন্ডভন্ড করে ফেলবে সব।এমন ঝড়বাদলের সন্ধ্যায় একহাতে গরুর দড়ি, আর এক হাত দিয়ে মাথায় ওড়না ঠেসে ধরে লাহাওলা,লাহাওলা বলে দৌড়াচ্ছে মেয়েটি।
২২ বৈশাখ ১৪২৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আবুল বাশার শেখ ৩০/০৫/২০১৯অল্প কথা ভালো লাগলো।
-
পি পি আলী আকবর ২৮/০৫/২০১৯সুন্দর
-
সাইয়িদ রফিকুল হক ২৭/০৫/২০১৯দুরন্ত শৈশব!
-
নাসরীন আক্তার রুবি ২৫/০৫/২০১৯অসাধারণ প্রকাশ