কথোপকথন
অপরাজিতার ঘ্রাণ শুকেছো??
না।
ক্যানো??
তোমায় নিয়ে শুকবো বলে।
কখন?
গ্রীষ্মের রুপালি দুপুরে,শুষ্ক ফুলের উষ্ণ গন্ধ নিবো।
দুপুরে ক্যানো??
তোমায় দেয়ার জন্য।
সেটাতো শান্ত সকালে শিশিরের সঙ্গে দিতে পারো??
নাহ,দুপুরের তাপখড় রোদে পোড়া ফুলের টিই দিবো।ওটাই ফুলের আসল ঘ্রাণ।
তাহলে সকালেরটা কি??
ওটা হলো আমি।
মানে তুমি কখনই আমাকে তোমায় দিবেনা??
না একদম না।
আচ্ছা যাই।
কোথায় যাচ্ছ?? ভোর বেলা আমি কৃষ্ণচূড়া দেখবো যে!!
না।
ক্যানো??
তোমায় নিয়ে শুকবো বলে।
কখন?
গ্রীষ্মের রুপালি দুপুরে,শুষ্ক ফুলের উষ্ণ গন্ধ নিবো।
দুপুরে ক্যানো??
তোমায় দেয়ার জন্য।
সেটাতো শান্ত সকালে শিশিরের সঙ্গে দিতে পারো??
নাহ,দুপুরের তাপখড় রোদে পোড়া ফুলের টিই দিবো।ওটাই ফুলের আসল ঘ্রাণ।
তাহলে সকালেরটা কি??
ওটা হলো আমি।
মানে তুমি কখনই আমাকে তোমায় দিবেনা??
না একদম না।
আচ্ছা যাই।
কোথায় যাচ্ছ?? ভোর বেলা আমি কৃষ্ণচূড়া দেখবো যে!!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০৩/০৩/২০১৯সুন্দর অতি!
-
সাইয়িদ রফিকুল হক ০১/০৩/২০১৯রোম্যান্টিক!