www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ঘুম নাকি বৃষ্টি

মগডালের উপর কাকটা অনবরত ভিজে যাচ্ছে। দক্ষিণের জানালার শিক দিয়ে শিশিরের মত হালকা বৃষ্টি এসে পড়ছে নাকের ডগায়।

হালকা শীত,মোটা কাঁথা আবার ফ্যান। শেষ রাত থেকে যেন আশ্বিনের বৃষ্টি নেমেছে।ফাগুনের দখিনা হাওয়ার সাথে বৃষ্টির ফোটাগুলো কার্নিশে উপচে পড়ছে;আর টুকরো টুকরো হয়ে ঠিক কুয়াশার মত এলিয়ে পড়ছে।

ষড়ঋতুর দেশে এখন হরহামেশাই ঘটে এমন।ঋতুর নামে পিঠা উৎসব ঠিকই হচ্ছে কিন্তু বৃষ্টির আলাপন এখন বারো মাস চলে।

বসন্তের বৃষ্টি এ যেন কতকাল জুড়ে হয়ে আসছে।পাশের বাসার টিনশেড জুড়ে বৃষ্টির গান আর ঠিক মোড়টা ঘুরে সামনের মাঠ জুড়ে বৃষ্টির আল্পনা।

আষাঢ় মাসের এই সময়টাতে বৃষ্টিতে ভিজতে ভিজতে প্রথম ক্লাস ধরার কথা মনে পড়তেই কেমন শিহরণ খেলে গেল।আর উচ্চ মাধ্যমিকের সময়কার ঘুমের কথা মনে পড়তেই ঘুমিয়ে পড়লাম।

সাড়ে সাতটার এলার্মও তখন ঘুমুচ্ছে....
বিষয়শ্রেণী: অন্যান্য
ব্লগটি ৫৫৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/০২/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সেলিম রেজা সাগর ২৬/০২/২০১৯
    অসাধারণ
  • Sundor
 
Quantcast