দৃষ্টিভঙ্গি
আর মাত্র কয়েকটা দিন,
বড় জোড় কয়েকটা মাস,
নাহ!হয়ত আরো একটু বেশি,
নাহয়, কয়েকটা বছর।
কৈশোর তো মাত্র শেষ হল,
তুমি কিশোরী আমি কিশোর।
কি নির্মল একটা ভালবাসা ছিল,
কি স্নিগ্ধ ছিল একেকটা মুহূর্ত।
হঠাৎ লোকে বালক বলা শুরু করল,
সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উচ্ছলতা।
কি সব নতুন অনুভূতি শুরু হল
লোকে বলে তোমার সাথে চলার বয়স নেই আমার।
হঠাৎ বয়স টা উবে গেল,
তোমার চোখে নীলকমলিনী খেলা করে।
আমি বেশি ক্ষণ তাকাতে পারি না,
উচ্ছল ভাবে তোমার সাথে হাঁটতে পারিনা।
পাড়ার ছেলেরা কি সব বিশ্রী বলে
তা শুনে তোমার দিকে তাকাতে পারিনা
কি সব অণু কল্পনা ঘিরে ধরে আমায়
কবিতার পাতায় আবার তোমার ঠোঁটের পরিচয়ও মেলে।
আমার অনুভূতি গুলো ভূতুড়ে হতে শুরু করে
ধীরে ধীরে ভালবাসা,প্রেম নাম ধারণ করে।
মৌলিক দৃষ্টি গুলো বিশ্রী হতে থাকে
তোমার রূপের ভেতর ও তখন যৌনতা খুঁজি।
আর একটি দিনও নয়,
একটি মূহুর্তও নয়,
এখনই চাই তোমাকে
আমি বেটা হয়েছি,তোমার শরীরের দাম বুঝতে শিখেছি।
বড় জোড় কয়েকটা মাস,
নাহ!হয়ত আরো একটু বেশি,
নাহয়, কয়েকটা বছর।
কৈশোর তো মাত্র শেষ হল,
তুমি কিশোরী আমি কিশোর।
কি নির্মল একটা ভালবাসা ছিল,
কি স্নিগ্ধ ছিল একেকটা মুহূর্ত।
হঠাৎ লোকে বালক বলা শুরু করল,
সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উচ্ছলতা।
কি সব নতুন অনুভূতি শুরু হল
লোকে বলে তোমার সাথে চলার বয়স নেই আমার।
হঠাৎ বয়স টা উবে গেল,
তোমার চোখে নীলকমলিনী খেলা করে।
আমি বেশি ক্ষণ তাকাতে পারি না,
উচ্ছল ভাবে তোমার সাথে হাঁটতে পারিনা।
পাড়ার ছেলেরা কি সব বিশ্রী বলে
তা শুনে তোমার দিকে তাকাতে পারিনা
কি সব অণু কল্পনা ঘিরে ধরে আমায়
কবিতার পাতায় আবার তোমার ঠোঁটের পরিচয়ও মেলে।
আমার অনুভূতি গুলো ভূতুড়ে হতে শুরু করে
ধীরে ধীরে ভালবাসা,প্রেম নাম ধারণ করে।
মৌলিক দৃষ্টি গুলো বিশ্রী হতে থাকে
তোমার রূপের ভেতর ও তখন যৌনতা খুঁজি।
আর একটি দিনও নয়,
একটি মূহুর্তও নয়,
এখনই চাই তোমাকে
আমি বেটা হয়েছি,তোমার শরীরের দাম বুঝতে শিখেছি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ২০/১০/২০১৮ভালো লিখেন আপনি
-
আশা মনি ২০/১০/২০১৮ভাল লিখেছেন!
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২০/১০/২০১৮বেশ লাগল।