অভিমানী ঢেউ
সে কী জানে অভিমানে হারিয়েগেছে কেউ
যে ছিল এক মায়ার টানে ভেসে আসা ঢেউ।
কিছু সময় বাঁধা ছিল যে ঢেউ মায়ার প্রহরে
অবহেলায় হারিয়ে সে আজ বিলীন সাগরে,
মায়াবতীর কূল থেকে মায়া নিয়ে এসে
ভেসে আসা ঢেউ সে ভেসে চলে গেছে।
এখনও উত্তাল ঢেউ আসে গুরু গর্জনে
সে আজ বিলীন হয়ে সমুদ্রের নির্জনে,
অভিমানি সে ঢেউ আজ সাগর পাণে কেবল ধায়
মায়াবতীর কূলে নাহি কভু সে আজ ফিরে চায়।
যে ছিল এক মায়ার টানে ভেসে আসা ঢেউ।
কিছু সময় বাঁধা ছিল যে ঢেউ মায়ার প্রহরে
অবহেলায় হারিয়ে সে আজ বিলীন সাগরে,
মায়াবতীর কূল থেকে মায়া নিয়ে এসে
ভেসে আসা ঢেউ সে ভেসে চলে গেছে।
এখনও উত্তাল ঢেউ আসে গুরু গর্জনে
সে আজ বিলীন হয়ে সমুদ্রের নির্জনে,
অভিমানি সে ঢেউ আজ সাগর পাণে কেবল ধায়
মায়াবতীর কূলে নাহি কভু সে আজ ফিরে চায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন গায়েন ১৮/১০/২০১৯অনন্য
-
Tanju H ১৫/১০/২০১৯অসাধারন কবিতা্
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৫/১০/২০১৯অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন। -
সাইয়িদ রফিকুল হক ১৫/১০/২০১৯ভালো।