www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

খুকির নিদ

সব পাখিরা ঘুমায় এখন
খুকি তবু জেগে
চাঁদ মেঘের ওই লুকোচুরি‌ই
আছে সে যে রেগে ।
চাঁদটা যখন পিঠটি মেলে
শুভ্র জোসনা বিলায়
দুষ্ট মেঘটা এসে তখন
চাঁদটা নিয়ে লুকায় ।
তাইতো খুকি রেগে আছে
দুষ্ট মেঘের সাথে
ফিরলে বাবাই দিবে বিচার
আজকের‌ই এই রাতে ।
বাবাই যখন বাড়ি এলো
মুড়কি মিঠাই হাতে
সব রাগ পড়ে গেল খুকির
দুষ্ট মেঘের সাথে ।
একটু পরে ঘরের পাছে
ঝিঁঝিঁরা গান ধরে
বেড়ার পাশে তার‌ই সুরে
হাজার জোনাক উড়ে ।
জুই বকুলের গন্ধ খুকির
বেড়ার ফাকে আসে
এসব দেখে খুকির চোখে
ঘুম জড়িয়ে আসে ।
এখন খুকি ঘুমায় যাবে
নিদ পাহাড়ের দেশে
ঝলমল তারা দেয় পাহারা
খুকির চারি‌ পাশে ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৩১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০৯/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast