সেদিন তোমার রইল নিমন্ত্রণ
হারাবো যেদিন বহুদূরে
মায়ার বাধন ছিন্ন করে
কাঁদবে সেদিন আমার আপনজন।
বরই পাতার গরম জলে
শেষ গোসলের সময় কালে
করবে আমার বিদায়ের আয়োজন।
কাফনের কাপড় পড়িয়ে দিয়ে
স্বজনরা সবাই কাধে নিয়ে
করবে তখন কালেমা শাহাদাত উচ্চারণ।
জানাযারই নামায শেষে
রাখবে আমায় কবর দেশে
করবে সবাই নিজ গৃহে গমন।
সেদিন আমি কবরের দেশে
রইব তোমার জিয়ারতের আশে
সেদিন তোমার রইল নিমন্ত্রণ।
মায়ার বাধন ছিন্ন করে
কাঁদবে সেদিন আমার আপনজন।
বরই পাতার গরম জলে
শেষ গোসলের সময় কালে
করবে আমার বিদায়ের আয়োজন।
কাফনের কাপড় পড়িয়ে দিয়ে
স্বজনরা সবাই কাধে নিয়ে
করবে তখন কালেমা শাহাদাত উচ্চারণ।
জানাযারই নামায শেষে
রাখবে আমায় কবর দেশে
করবে সবাই নিজ গৃহে গমন।
সেদিন আমি কবরের দেশে
রইব তোমার জিয়ারতের আশে
সেদিন তোমার রইল নিমন্ত্রণ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ২৮/১০/২০১৮মৃত্যুভাবনা। ভালো।
-
রনি বিশ্বাস ২৮/১০/২০১৮সবার তখন রইল নিমন্ত্রণ।