আজো মনে পড়ে
জীবনের খেয়ায় ভেসে গেছি অনেকটা দূরে,
পৃথিবীটা থেমে নেই।
প্রতিনিয়ত করছে নতুন দিনের আহবান,
পুরোনো সব সুখ স্মৃতি, হয়ে গেছে কবেই ইতি
অতীতের সবকিছু আজ হয়েছে অবসান।
এখনো রাত্রির মাঝ প্রহরে
ব্যাস্ত এই শহরে,
জেগে থাকি আমি নিশ্চুপ।
একথা কেউ না জানুক,
এই গল্প কেউ না শুনুক,
দিন যায় রাত আসে পৃথিবীর নিয়মে
অতীতের খাতায় স্মৃতির পাতায় পুরোনো দিনগুলো যায় থেমে থেমে,
দুচোখে শুধু অশ্রুই ঝড়ে
হারানো সেই ভালোবাসার কথা আজো মনে পড়ে।
পৃথিবীটা থেমে নেই।
প্রতিনিয়ত করছে নতুন দিনের আহবান,
পুরোনো সব সুখ স্মৃতি, হয়ে গেছে কবেই ইতি
অতীতের সবকিছু আজ হয়েছে অবসান।
এখনো রাত্রির মাঝ প্রহরে
ব্যাস্ত এই শহরে,
জেগে থাকি আমি নিশ্চুপ।
একথা কেউ না জানুক,
এই গল্প কেউ না শুনুক,
দিন যায় রাত আসে পৃথিবীর নিয়মে
অতীতের খাতায় স্মৃতির পাতায় পুরোনো দিনগুলো যায় থেমে থেমে,
দুচোখে শুধু অশ্রুই ঝড়ে
হারানো সেই ভালোবাসার কথা আজো মনে পড়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।