www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নিমন্ত্রণ

বিকেলের অবসরে যদি পরে মনে
চলে এসো আমাদের ছোট এক গ্রামে
দীঘল সবুজে ঘেরা সুনিবিড় বনে
বনফুল হাসে যেথা কত শত নামে।
অবারিত ধান ক্ষেত রঞ্জন সোনালী
পাখিদের কোলাহল চকিত সন্ধ্যায়
কাজলা বধুর হাতে আতশী দীপালী
জোনাকিরা জ্বলে নেভে বাগ বাগিচায়!

মায়াবী গানের সুরে প্রতি মাঝরাতে
বাঁশের বাঁশরী বাজে দূরে খোলা মাঠে
উঠানে কিশোরী দল হাসিরসে মাতে
গফুর চাচায় রত আদি পুঁথি পাঠে!
আমার মায়ের হাতে খাবে গুড় মুড়ি
পান হাতে আসবেই মোর দাদি বুড়ী।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৭৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • প্রবাসে থেকেও যে গ্রাম কে ভুলেননি তাই ফুটে উঠেছে। খুবই চমৎকার হয়েছে। অসম্ভব ভালো লাগলো।
  • জহির রহমান ০৮/১১/২০১৩
    ভাই, নিমন্ত্রণে লোভ লাগিয়ে দিলেন। না যেয়ে পারবোনা। একদিন বিকেলের অবসরে ঠিকই চলে আসবো।
    অসাধারণ লিখেছেন!
    শুভ কামনা আপনার জন্য।
  • Înšigniã Āvî ০৮/১১/২০১৩
    khub sundor........
    nischoi ekbaar jabo
  • সায়েম খান ০৮/১১/২০১৩
    চমৎকার একটি কবিতা। অনেক অনেক শুভকামনা রইলো। সেইসাথে আমার বাড়িতে(ব্লগে) আপনার দাওয়াত রইলো।
 
Quantcast