সপ্তপদী সাথে একটি লাইন
কীভাবে তোমার আকাশ সাজালে নীলে
কী করে এঁকেছো সবুজের সাথে লাল?
এতোকাল ধরে খেলছি কথার-ঝিলে
তবুও এখনো খুঁজে পাই নি সে হাল।
পৃথিবীর পথে ক্ষুদ্র তোমার ছবি
সবুজখাতায় সপ্তপদী কবিতা
লিখতে চাইছে সামান্য এই কবি-
সবুজখাতা লালরঙে মিশে- ছবিতা।
পূর্ব প্রকাশিতঃ
১। আগস্ট ২০০৯, শঙ্খবাস, প্রথম বর্ষ, প্রথম সংখ্যা, চট্টগ্রাম।
২। ২০১০, অভিযাত্রী তিন গন্তব্য এক, প্রকাশনাঃ বিভাস, ঢাকা।
কী করে এঁকেছো সবুজের সাথে লাল?
এতোকাল ধরে খেলছি কথার-ঝিলে
তবুও এখনো খুঁজে পাই নি সে হাল।
পৃথিবীর পথে ক্ষুদ্র তোমার ছবি
সবুজখাতায় সপ্তপদী কবিতা
লিখতে চাইছে সামান্য এই কবি-
সবুজখাতা লালরঙে মিশে- ছবিতা।
পূর্ব প্রকাশিতঃ
১। আগস্ট ২০০৯, শঙ্খবাস, প্রথম বর্ষ, প্রথম সংখ্যা, চট্টগ্রাম।
২। ২০১০, অভিযাত্রী তিন গন্তব্য এক, প্রকাশনাঃ বিভাস, ঢাকা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Tanju H ১৭/০৬/২০১৭
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৬/০৬/২০১৭ভালো।
-
পিছাবনী{রাধাশ্যাম জানা(রাজ)} ১৬/০৬/২০১৭খুব সুন্দর
-
সাঁঝের তারা ১৬/০৬/২০১৭ভাল
শুভেচ্ছা নিবেন।