www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সপ্তপদী সাথে একটি লাইন

কীভাবে তোমার আকাশ সাজালে নীলে
কী করে এঁকেছো সবুজের সাথে লাল?
এতোকাল ধরে খেলছি কথার-ঝিলে
তবুও এখনো খুঁজে পাই নি সে হাল।

পৃথিবীর পথে ক্ষুদ্র তোমার ছবি
সবুজখাতায় সপ্তপদী কবিতা
লিখতে চাইছে সামান্য এই কবি-

সবুজখাতা লালরঙে মিশে- ছবিতা।

পূর্ব প্রকাশিতঃ
১। আগস্ট ২০০৯, শঙ্খবাস, প্রথম বর্ষ, প্রথম সংখ্যা, চট্টগ্রাম।
২। ২০১০, অভিযাত্রী তিন গন্তব্য এক, প্রকাশনাঃ বিভাস, ঢাকা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৫৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০৬/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast