হৃদজমিন
এই শহরে একটুও জায়গা নেই
একটুও ইলেকট্রিসিটি নেই
কতগুলো দিন আর অন্ধকারে রাস্তা মাড়াবে ।
এক'শো বিঘা জমি আবাদহীন
জন-মানবহীন ---
কবে তুমি বসত-বাড়ির খোঁজে; খাদ্যের খোঁজে
এসে দাঁড়াবে হৃদয়ে আমার ?
একটুও ইলেকট্রিসিটি নেই
কতগুলো দিন আর অন্ধকারে রাস্তা মাড়াবে ।
এক'শো বিঘা জমি আবাদহীন
জন-মানবহীন ---
কবে তুমি বসত-বাড়ির খোঁজে; খাদ্যের খোঁজে
এসে দাঁড়াবে হৃদয়ে আমার ?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৭/১২/২০২১খুব সুন্দর।
-
অভিজিৎ হালদার ২৯/১১/২০২১ভালো লাগলো
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৮/১১/২০২১দারুণ।
-
সাইয়িদ রফিকুল হক ২৭/১১/২০২১সুন্দর!
-
ফয়জুল মহী ২৭/১১/২০২১Excellent
-
আলমগীর সরকার লিটন ২৭/১১/২০২১বেশ ভাবনাপূর্ণ কবি দা
-
জামাল উদ্দিন জীবন ২৭/১১/২০২১বেশ