সূর্যোদয়
শরীরের ভেতর বৃষ্টি ঝরে
শরীরের ভেতর রোদ ওঠে
শরীরের ভেতরই শরীর আমার পুড়ে পুড়ে যায়
অথচ হৃদয়ে আমার আকাশ নেই
সূর্য নেই
শুধুই আঁধার ।
তবুও চুপিচুপি বলি আজ কান পেতে শোনো
তোমার আগমনই জীবনে আমার
একমাত্র সূর্যোদয় ।
শরীরের ভেতর রোদ ওঠে
শরীরের ভেতরই শরীর আমার পুড়ে পুড়ে যায়
অথচ হৃদয়ে আমার আকাশ নেই
সূর্য নেই
শুধুই আঁধার ।
তবুও চুপিচুপি বলি আজ কান পেতে শোনো
তোমার আগমনই জীবনে আমার
একমাত্র সূর্যোদয় ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২২/১২/২০২১সুন্দর প্রকাশ।
-
জামাল উদ্দিন জীবন ২৮/১১/২০২১রসালো কবিতা।
-
বিধান চন্দ্র ধর ২৭/১১/২০২১বেশ হয়েছে
-
ফয়জুল মহী ২৬/১১/২০২১পাঠে মুগ্ধ হলাম।
শুভ কামনা রইলো। -
অভিজিৎ হালদার ২৬/১১/২০২১সুন্দর প্রেমময় ভাবনার বহিঃপ্রকাশ ঘটেছে
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৬/১১/২০২১দারুণ