www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নববর্ষ আমি চাই নি

একটা হিমযুগ পেড়িয়ে এসে
আমি ঠিক দাঁড়িয়েছি তোমার দুয়ারে, বারান্দায়
ধ্বংসপ্রাপ্ত জীবন সায়াহ্নে একা ।

মৃত্যুকে পিছনে ফেলে, কয়েকটা মহামারী, চড়ায়-উৎরায়
অতিক্রম করেছি
হৃদয়ে কাঁটা তারের যন্ত্রনা সহ্য করে;
কেবল তোমার জন্যই আজ
ছুটে আসা, এক টুকরো স্বপ্নের আলো নিয়ে ।

এই দেখো মৃত প্রজাপতির মতো আমার প্রেমিকা
ওর বুকে এখনও লেগে আছে
জীবনের গন্ধটা,
ওর চোখে এখনও আমি দেখছি কিছু
বিশ্ব জয়ের প্রত্যাশা ।

তুমি ওর প্রাণ ফিরিয়ে দাও - নববর্ষের বদলে ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৫৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০১/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast