www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রদীপ শিখা

তোমার কোমল আঙুলের ছোঁয়ায়
নিভে গেছে আমার হৃদয় আগুন,
শিশির কণার মতো বিন্দু বিন্দু বাষ্প জমেছে ।
মেঘেদের মতন আমার হৃদয়ে
উত্তপ্ত শরীর জুড়ে
নদী স্রোত বইছে এখন ।

আকুলি বিকুলি মন আমার
রামধনু স্বপ্ন আঁকছে;
অপলক দৃষ্টিতে ।
তোমার গোধূলি ঠোঁটে
আমারই ভালোবাসার প্রলেপ ।

প্রিয়তমা তুমি উজ্জ্বল প্রদীপ শিখা এক
আমার নয়ন তারায় ।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৪৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০৬/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast