ব্যর্থ জীবন
সঞ্চিত হয়নি কিছু
মেলেনি পূর্ণ ফল,
আয়নায় দেখে মুখ
ঝরেছে চোখের জল ।
যত ছিল বেদনা
এই পৃথিবী জুড়ে,
সবই মিলেছে আজ
বেদনার সুরে সুরে ।
ভাষা পাইনি কিছু
ক্ষমতাও কিছু নাই,
যন্ত্রনা শুধু এ হৃদয়ে
কাঁদছি একা একাই ।
বাঁচি কী প্রকারে
এ অসার দেহ নিয়ে,
সমাপ্তির খোঁজে তাই
হারছি জীবন দিয়ে ।
19.03.2017
মেলেনি পূর্ণ ফল,
আয়নায় দেখে মুখ
ঝরেছে চোখের জল ।
যত ছিল বেদনা
এই পৃথিবী জুড়ে,
সবই মিলেছে আজ
বেদনার সুরে সুরে ।
ভাষা পাইনি কিছু
ক্ষমতাও কিছু নাই,
যন্ত্রনা শুধু এ হৃদয়ে
কাঁদছি একা একাই ।
বাঁচি কী প্রকারে
এ অসার দেহ নিয়ে,
সমাপ্তির খোঁজে তাই
হারছি জীবন দিয়ে ।
19.03.2017
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ১১/০৬/২০২০দারুন।
-
কে এম শাহ্ রিয়ার ১১/০৬/২০২০চমৎকার লেখনী!
-
Md. Rayhan Kazi ১১/০৬/২০২০দারুন
-
ফয়জুল মহী ১১/০৬/২০২০অসাধারণ একটি লেখা । l
-
পি পি আলী আকবর ১১/০৬/২০২০সুন্দর
-
গোলাম কিবরিয়া সৌখিন ১১/০৬/২০২০আহা, এ যেনো কবিতা নয়! একরাশ দুঃখ নিয়ে লিখা সত্য গুলি।