www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমার হৃদয় থেকে

কত কাটিলো বসন্তের বেলা
বিরহের কত রজনী
নিমেষে কাটিলো বিষণ্ণ গোধুলি
একাকী বসিয়া সজনী ।

তুমি তবু রহিলা দূরে
অপলক নয়নে চেয়ে
ছুঁটে এসে জড়াও বুকে
ওগো রূপসী মেয়ে ।

তুমি এলে সাজাবো ঘর
রজনীগন্ধা ফুলে
সুখের আনন্দে গান বাঁধিবো
সেতারে সুর তুলে ।

স্বপ্নের ভুবনে মায়াবী তুমি
আমায় বেঁধেছো জালে
তোমায় ছাড়া থাকি কিভাবে
প্রেমের অন্তরালে ।

কত অশ্রু ঝরেছে চোখের
ক্লান্ত তোমায় ডেকে
এবার তুমি কাছে এসো
বলছি হৃদয় থেকে ।

22.05.2017
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬২২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/০৬/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast