www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রিয়তমা ও পৃথিবী

এতো কাল কোথায় ছিলে প্রিয়তমা আমার
এতদিন কারে বেসেছিলে ভালো,
তুমি তো আগের মতো নেই আর
কে তোমারে সাজালো সুন্দরী; কে তোমায় দিয়েছে আলো ?

আমি হেথায় অন্ধকারে পথ হাঁটি সেই থেকে
এক বিন্দু তবু হয়নি পথ হাঁটা !
হে প্রিয়তমা,
হাতরিয়ে দেখি চতুর্দিক সেই আমার
অন্ধকার রাশি রাশি; কেবল শুন্যতা দিয়ে ঘেরা ।

হে প্রিয়তমা, কোথায় ছিলে এতদিন
কোথায় থাকো এখনও ?
আমার থাকবার ঠিকানা হারিয়ে গেছে ----
রক্তিম দিগন্তে ভেসে যাওয়া ধূসর মেঘেদের সাথে,
এখন আমি অন্ধ ফকির এক
বিষণ্ণ আঁধারে পথ হাঁটি,
হে প্রিয়তমা শুধুই অন্ধকার আমার পৃথিবী
যাচ্ছে না ঘরে ফেরা ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৬২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০৬/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast