ময়লার মাঠে জমছে আগামী
আমি দেখেছি,
কিছু জীর্ণ লিকলিকে পথশিশু রাত্রি জাগছে
ক্ষুধার আগুন পেটে জ্বেলে,
আমি দেখেছি শহরের ডাস্টবিনে
পচা ভাত ডাকছে ওদের;
আমি দেখেছি,
তবু মৃত কঙ্কালসার মায়ের স্তন ছিড়ছে ওরা
ভুক্ত কুকুরের মতো ।
আমি দেখেছি,
ময়লা ফেলার মাঠে জমছে আগামী
কিছু অপরিণত ভ্রূণ, আধমরা শিশুর ভূত
আর কিছু দুশ্চরিত্র মায়ের গর্ভে
নষ্ট হচ্ছে ফুটফুটে নবজীবনের দূত ।
কিছু জীর্ণ লিকলিকে পথশিশু রাত্রি জাগছে
ক্ষুধার আগুন পেটে জ্বেলে,
আমি দেখেছি শহরের ডাস্টবিনে
পচা ভাত ডাকছে ওদের;
আমি দেখেছি,
তবু মৃত কঙ্কালসার মায়ের স্তন ছিড়ছে ওরা
ভুক্ত কুকুরের মতো ।
আমি দেখেছি,
ময়লা ফেলার মাঠে জমছে আগামী
কিছু অপরিণত ভ্রূণ, আধমরা শিশুর ভূত
আর কিছু দুশ্চরিত্র মায়ের গর্ভে
নষ্ট হচ্ছে ফুটফুটে নবজীবনের দূত ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ০৭/০৬/২০২০নির্মম বাস্তবতার উপস্থাপন।
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ০৬/০৬/২০২০মনোমুগ্ধকর
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৬/০৬/২০২০খুব সুন্দর।
-
ফয়জুল মহী ০৬/০৬/২০২০শ্রুতিমধুর লেখা।
-
Not applicable ০৬/০৬/২০২০Wow