পাখিদের দুঃখ ভীষণ
ওরা কাঁদছে; ভীষণ কাঁদছে
গলা চিরে যাচ্ছে ওদের; চিৎকার করতে করতে
তবু ওরা কাঁদছে, কেঁদেই যাচ্ছে ।
ঝড় ওদের বুকের হাড় ভেঙেছে, সংসার ভেঙেছে
ছিন্নভিন্ন হয়ে গেছে ঘর বাড়ি,
তীব্র বৃষ্টির ছাটে ওরা কাক ভেজা তবু
ওরা কাঁদছে, কেঁদেই যাচ্ছে ।
মাঝ রাত এখন ওরা ঠিকানাহীন
ওদের জন্য আশ্রয় শিবির নেই; ত্রাণ নেই,
এক দানা চালও ছড়িয়ে দেয় না কেউ ওদের
ওরা কাঁদছে, কেঁদেই যাচ্ছে ।
প্রথম জন্ম দেওয়া দুটি ডিম ফেটে গেছে ওদের
এখন ওরা ভীষণ অসহায়,
ভীষণ ক্লান্ত ওরা;
তবুও ওরা কাঁদছে, কেঁদেই যাচ্ছে ।
গলা চিরে যাচ্ছে ওদের; চিৎকার করতে করতে
তবু ওরা কাঁদছে, কেঁদেই যাচ্ছে ।
ঝড় ওদের বুকের হাড় ভেঙেছে, সংসার ভেঙেছে
ছিন্নভিন্ন হয়ে গেছে ঘর বাড়ি,
তীব্র বৃষ্টির ছাটে ওরা কাক ভেজা তবু
ওরা কাঁদছে, কেঁদেই যাচ্ছে ।
মাঝ রাত এখন ওরা ঠিকানাহীন
ওদের জন্য আশ্রয় শিবির নেই; ত্রাণ নেই,
এক দানা চালও ছড়িয়ে দেয় না কেউ ওদের
ওরা কাঁদছে, কেঁদেই যাচ্ছে ।
প্রথম জন্ম দেওয়া দুটি ডিম ফেটে গেছে ওদের
এখন ওরা ভীষণ অসহায়,
ভীষণ ক্লান্ত ওরা;
তবুও ওরা কাঁদছে, কেঁদেই যাচ্ছে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ০৪/০৬/২০২০বেশ সুন্দর আর হৃদয় স্পর্শী
-
সাইয়িদ রফিকুল হক ০৪/০৬/২০২০সুন্দর-ভাবনা।
-
দীপজয় গাঙ্গুলী ০৪/০৬/২০২০না বলা কথা বললেন, ধন্যবাদ।
-
ফয়জুল মহী ০৪/০৬/২০২০অত্যন্ত মনোমুগ্ধকর লেখা l
-
গাজী মোহাম্মদ শাহাদাত ০৪/০৬/২০২০মর্মস্পর্শী কবিতা।
-
সঞ্জয় শর্মা ০৪/০৬/২০২০হৃদয়ে দাগ কেটে গেল..