www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কবিতা এখন আসে না আর

এখন আর কবিতা হৃদয়ের দ্বারে এসে
প্রতীক্ষা করে না,
মাঝ রাতে বিছানার কাছে এসেও ভিড় করে না ।
ভোর বেলা ঘুমও ভাঙায় না কবিতা এখন,
কবিতার দুঃখ ভীষণ ।

কবিতা এখন রাতের আঁধারে একা একা কাঁদে;
পৃথিবীর সমস্ত কবি ঘুমিয়ে গেলে ।

এখন কেবল ফিরে ফিরে আসে কবিতার
সেই নিশ্চুপ হাহাকার;
ক্ষত বিক্ষত বুকের কাতর কান্না,
সাগরের ঢেউয়ে পাড় ভাঙা নীরব চিৎকার ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫১৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০৬/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast