যদি বলি
যদি বলি ভালো থেকো, ভালো থাকবে
নাকি যন্ত্রনাকে দাঁতে চেপে
মিথ্যা হাসবে ?
যদি বলি ভালোবাসি, সত্যি ভাববে
নাকি সে হাসির ছলে তুমি
মিথ্যা ভালোবাসবে ?
যদি বলি মন ভালো নেই, কাছে এসো
মিথ্যা জেনেও কি পাশে আসবে
নাকি দূরে যেতে যেতে হারিয়ে যাবে
আরো আরো দূরে,
আর খিলখিল করে হাসবে ?
যদি বলি প্রেমের কথা; দুটি শালিক পাখির
কিংবা তোমার আমার
হারিয়ে যাবার, তোমার কি চোখে ভাসবে
নাকি সমস্ত কিছু ভুলে গিয়ে
অন্য কাউকে ভালোবাসবে ?
নাকি যন্ত্রনাকে দাঁতে চেপে
মিথ্যা হাসবে ?
যদি বলি ভালোবাসি, সত্যি ভাববে
নাকি সে হাসির ছলে তুমি
মিথ্যা ভালোবাসবে ?
যদি বলি মন ভালো নেই, কাছে এসো
মিথ্যা জেনেও কি পাশে আসবে
নাকি দূরে যেতে যেতে হারিয়ে যাবে
আরো আরো দূরে,
আর খিলখিল করে হাসবে ?
যদি বলি প্রেমের কথা; দুটি শালিক পাখির
কিংবা তোমার আমার
হারিয়ে যাবার, তোমার কি চোখে ভাসবে
নাকি সমস্ত কিছু ভুলে গিয়ে
অন্য কাউকে ভালোবাসবে ?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রিজওয়ান অনুভব ০৯/০৬/২০২০ভালোবাসা সংশয়
-
দীপজয় গাঙ্গুলী ০৪/০৬/২০২০সুন্দর।
-
সাইয়িদ রফিকুল হক ০৩/০৬/২০২০ভালো লেগেছে।
-
সাইফ সিদ্দিকী ০৩/০৬/২০২০অসাধারণ এক কবিতা, দু'বার পড়েছি। সময় সুযোগ হলে আবৃত্তি করবো। যে কোন আবৃত্তি শিল্পির জন্য এ এক অনন্য সৃস্টি।
-
মোহাম্মদ ইউনুস ০২/০৬/২০২০দারুন লিখেছেন
-
ফয়জুল মহী ০২/০৬/২০২০Excellent