কবিতা মালা
তুমি চলে গেছিলে তাই ----
নিদ্রাহীন রাত গুলোতে ব্যাথার ভাষা খুজছিলাম
বিরহ বেদনার সাথে
একান্ত একাগ্র চিত্তে ।
কখন যে ভোর হয়ে যায়
দু'চোখে কালশিটে পরে যায় দেখি না কিছু
হায় ! উপবাস কত দিন ।
যেদিন মৃত প্রায় ----
মুখের ভাষা হারিয়ে ধরা দিলো মনের ভাষা
দেখি এক একটা জীবন্ত অক্ষর
ডায়েরির পাতা জুড়ে ।
বেনিসুতোই গাঁথলাম তাঁদের একের পর এক
তোমার গলায় পরাবো বলে ।।
® প্রকাশিত
নিদ্রাহীন রাত গুলোতে ব্যাথার ভাষা খুজছিলাম
বিরহ বেদনার সাথে
একান্ত একাগ্র চিত্তে ।
কখন যে ভোর হয়ে যায়
দু'চোখে কালশিটে পরে যায় দেখি না কিছু
হায় ! উপবাস কত দিন ।
যেদিন মৃত প্রায় ----
মুখের ভাষা হারিয়ে ধরা দিলো মনের ভাষা
দেখি এক একটা জীবন্ত অক্ষর
ডায়েরির পাতা জুড়ে ।
বেনিসুতোই গাঁথলাম তাঁদের একের পর এক
তোমার গলায় পরাবো বলে ।।
® প্রকাশিত
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ০১/০৬/২০২০Beautiful
-
ফয়জুল মহী ৩১/০৫/২০২০অনুপম, অতুলনীয় লেখা
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ৩১/০৫/২০২০খুব ভালো লাগলো।
-
কুমারেশ সরদার ৩১/০৫/২০২০চমৎকার