নিষ্ফল প্রণয়
কেউ কেউ আজও হাসে
বাঁচে মিথ্যা স্বপ্নকে আঁকড়ে ধ'রে,
কেউ কেউ হারছে
অনবরত হারছে;
দুঃস্বপ্ন দেখতে দেখতে
কেঁদে ওঠা জ্যৈষ্ঠের ভোরে ।
কেউ ভালোবাসার বুকে মাথা রেখে
রোজ রাত ঘুমায়
কেউ কেউ আগুন নিয়ে খেলে
কারোর বিষাক্ত চুমায় ।
বাঁচে মিথ্যা স্বপ্নকে আঁকড়ে ধ'রে,
কেউ কেউ হারছে
অনবরত হারছে;
দুঃস্বপ্ন দেখতে দেখতে
কেঁদে ওঠা জ্যৈষ্ঠের ভোরে ।
কেউ ভালোবাসার বুকে মাথা রেখে
রোজ রাত ঘুমায়
কেউ কেউ আগুন নিয়ে খেলে
কারোর বিষাক্ত চুমায় ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ৩১/০৫/২০২০অসাধারণ লেখনী
-
বোরহানুল ইসলাম লিটন ৩১/০৫/২০২০সামান্যে অসামান্যের প্রকাশ।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ৩০/০৫/২০২০অসাধারন
-
ফয়জুল মহী ৩০/০৫/২০২০। পড়ে অভিভূত হলাম
-
ইতি হালদার ৩০/০৫/২০২০পরিপক্ব ও পরিপাটি লেখা ।