চিঠি
একলা চিঠি ডাক বাক্সে
জমিয়েছে স্মৃতির ধুলো
প্রথম লেখা প্রেম পত্রও
পেন্ডিং আছে কতগুলো ।
ডায়েরির ফাঁকেও কিছু
জমেছে অলেখ্য চিরকুট
প্রেরক ঠিকানাহীন আজ
গ্রাহকের সন্ধানে দলছুট ।
স্তব্ধ এখন সে ভালবাসা
বদ্ধ ঐ ধূসর চিঠির খামে
কি জানি কখন কোথায়
লিখেছিলাম কার নামে ।
জমিয়েছে স্মৃতির ধুলো
প্রথম লেখা প্রেম পত্রও
পেন্ডিং আছে কতগুলো ।
ডায়েরির ফাঁকেও কিছু
জমেছে অলেখ্য চিরকুট
প্রেরক ঠিকানাহীন আজ
গ্রাহকের সন্ধানে দলছুট ।
স্তব্ধ এখন সে ভালবাসা
বদ্ধ ঐ ধূসর চিঠির খামে
কি জানি কখন কোথায়
লিখেছিলাম কার নামে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ শাহারুখ হোসেন ২৬/০৫/২০২০মুগ্ধতা
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ২৫/০৫/২০২০চমৎকার।
-
কে এম শাহ্ রিয়ার ২৪/০৫/২০২০সুন্দর লিখনী!
-
কুমারেশ সরদার ২৪/০৫/২০২০সুন্দর ভাবনা
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ২৪/০৫/২০২০মুগ্ধ হয়েছি কবি প্রিয়।
অসাধারণ -
স্বপন রোজারিও (মাইকেল) ২৪/০৫/২০২০Very Nice.
-
এস এম আলমগীর হোসেন ২৪/০৫/২০২০খুবই ভাল
-
ইতি হালদার ২৪/০৫/২০২০অসাধারন কাব্যিক অপ্রকাশ ।
-
ফয়জুল মহী ২৪/০৫/২০২০ভাবে উপস্থাপন ।