কবিতার আর্তনাদ
যে কবিতা রোজ বিকেলে
তোমায় পেয়ে হাসতো ভীষণ রকম
সে কবিতাও আজ গৃহবন্দী এই শহরের
ভাইরাস করেছে জখম ।
কবিতা আর হাসবে না কোনোদিন
তোমায় পেলেও ভাইরাস চুকিয়েছে জীবনের স্বাদ
আজ থেকে সে ভীষণ কাঁদবে
শুধুই শুনতে পাবে তার আর্তনাদ ।
তোমায় পেয়ে হাসতো ভীষণ রকম
সে কবিতাও আজ গৃহবন্দী এই শহরের
ভাইরাস করেছে জখম ।
কবিতা আর হাসবে না কোনোদিন
তোমায় পেলেও ভাইরাস চুকিয়েছে জীবনের স্বাদ
আজ থেকে সে ভীষণ কাঁদবে
শুধুই শুনতে পাবে তার আর্তনাদ ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ০২/০৫/২০২০বেশ ভালো
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০১/০৫/২০২০অসম্ভব ভালো লাগলো,,,,দোয়া করি এগিয়ে যান
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ০১/০৫/২০২০কবিতা না হাসলে, কবিদের কান্না কি থামবে?
চমৎকার।❤ -
সাইয়িদ রফিকুল হক ৩০/০৪/২০২০কবিতা আবার হাসবে।
-
স্বপন রোজারিও (মাইকেল) ৩০/০৪/২০২০সুন্দর হয়েছে। করোনার জন্য আমরা সবাই গৃহবন্দি।
-
ফয়জুল মহী ৩০/০৪/২০২০ভালো হয়েছে।l