কেন পীড়িত শিখাইলিরে বন্ধু (১)
১। যদি
যদি হহতটা ধরো প্রিয়া
ছুঁয়ে দেবো চুল,
মৃদু আলিঙ্গনে ঝড়বে সখি
কৃষ্ণচুড়ার ফুল ।।
২। গোলাপ
আমি তোমার তোমাকে ছুঁতে চাই
গভীর রাতের রজনীগন্ধা ফুলে,
তুমি জ্যোৎস্না আমার
আমি গোলাপ তোমার খোঁপার চুলে ।।
৩। অশ্রু
অল্প মেঘ এনে দিও রক্তিম আকাশে
ওগো উদাসী মন,
হৃদয়ে পড়েছে চড়া
আজ অশ্রু জলের প্রয়োজন ।।
৪। অনুভব
ভেবে দেখো কখনো
নিরব রাতের আলোকে
যদি আসে সুখ,
স্বপ্নের মতো সময় শান্তিতে ভরায় বুক ।
ভেবে দেখো কখনো
অলীক স্পর্শে যদি
শরীরে লাগে শিহরণ,
তৃপ্ত হৃদয় হাসে অনুভূতি ভাবে
বোকা মন ।।
৫। ছেলে খেলা
কতদিন দেখিনি তোমার উৎফুল্ল নৃত্য
দিন দিনান্তে সুদূর প্রান্তে
হারিয়ে গেছে বেলা,
আজ আসল নকল হারিয়ে খুঁজি
কোনটি তোমার অনুভূতি
কোনটি ছেলে খেলা ।।
©প্রকাশিত
যদি হহতটা ধরো প্রিয়া
ছুঁয়ে দেবো চুল,
মৃদু আলিঙ্গনে ঝড়বে সখি
কৃষ্ণচুড়ার ফুল ।।
২। গোলাপ
আমি তোমার তোমাকে ছুঁতে চাই
গভীর রাতের রজনীগন্ধা ফুলে,
তুমি জ্যোৎস্না আমার
আমি গোলাপ তোমার খোঁপার চুলে ।।
৩। অশ্রু
অল্প মেঘ এনে দিও রক্তিম আকাশে
ওগো উদাসী মন,
হৃদয়ে পড়েছে চড়া
আজ অশ্রু জলের প্রয়োজন ।।
৪। অনুভব
ভেবে দেখো কখনো
নিরব রাতের আলোকে
যদি আসে সুখ,
স্বপ্নের মতো সময় শান্তিতে ভরায় বুক ।
ভেবে দেখো কখনো
অলীক স্পর্শে যদি
শরীরে লাগে শিহরণ,
তৃপ্ত হৃদয় হাসে অনুভূতি ভাবে
বোকা মন ।।
৫। ছেলে খেলা
কতদিন দেখিনি তোমার উৎফুল্ল নৃত্য
দিন দিনান্তে সুদূর প্রান্তে
হারিয়ে গেছে বেলা,
আজ আসল নকল হারিয়ে খুঁজি
কোনটি তোমার অনুভূতি
কোনটি ছেলে খেলা ।।
©প্রকাশিত
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পি পি আলী আকবর ২৯/০৪/২০২০সুন্দর
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৭/০৪/২০২০এক বৃন্তে অনেক ফুলের মত এক শিরোনামে অনেক সুন্দর কবিতা।
-
কুমারেশ সরদার ২৭/০৪/২০২০সুন্দর হে সুন্দর
-
ফয়জুল মহী ২৭/০৪/২০২০Excellent