www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আজও আমরা স্বপ্ন দেখি নতুন ভোরের

আমরা এখনো স্বপ্নে মাতি,
দেখি নতুন দিনের সূর্য নীল আকাশ ।
আজও আমরা বুকে পাথর নিয়ে মুখ চেপে হাসি
জীবনের স্বাদ ভুলি,
হয়তো সত্যি না তবু আমরা হাসতেই ভালোবাসি ।

এখনো আমরা বেঁচে থাকার আশা রাখি
নীরবে, মৌন চোখে;
যদিও দেখা দেয় মৃত্যুর জলছবি নিশ্বাসে ।
তবু আমরা আজ ভাবি নবদিবাকর নীলচে সন্ধ্যায় ডুবছে
রক্তিম ভোরে উঠছে শত শত বার;
শুধুই আত্মরক্ষার দাবি মেনে বুঝে নিয়েছি
জীবনের দাম, আর যা কিছু পাবার ।

আসলে আমরা হয়তো সত্যি না এ কালের শব যাত্রী ।

তবুও আমরা স্বজন হারানোর ব্যাথা ভুলে ডুবি প্রতিদিন
এক অজানা অন্ধকারে,
যদিও জানি না; হয়তো ভেসে যাবো কী না যাবো
এই কালের স্রোতে মাঝ দরিয়ায় ।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৪৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/০৪/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast