আজও আমরা স্বপ্ন দেখি নতুন ভোরের
আমরা এখনো স্বপ্নে মাতি,
দেখি নতুন দিনের সূর্য নীল আকাশ ।
আজও আমরা বুকে পাথর নিয়ে মুখ চেপে হাসি
জীবনের স্বাদ ভুলি,
হয়তো সত্যি না তবু আমরা হাসতেই ভালোবাসি ।
এখনো আমরা বেঁচে থাকার আশা রাখি
নীরবে, মৌন চোখে;
যদিও দেখা দেয় মৃত্যুর জলছবি নিশ্বাসে ।
তবু আমরা আজ ভাবি নবদিবাকর নীলচে সন্ধ্যায় ডুবছে
রক্তিম ভোরে উঠছে শত শত বার;
শুধুই আত্মরক্ষার দাবি মেনে বুঝে নিয়েছি
জীবনের দাম, আর যা কিছু পাবার ।
আসলে আমরা হয়তো সত্যি না এ কালের শব যাত্রী ।
তবুও আমরা স্বজন হারানোর ব্যাথা ভুলে ডুবি প্রতিদিন
এক অজানা অন্ধকারে,
যদিও জানি না; হয়তো ভেসে যাবো কী না যাবো
এই কালের স্রোতে মাঝ দরিয়ায় ।।
দেখি নতুন দিনের সূর্য নীল আকাশ ।
আজও আমরা বুকে পাথর নিয়ে মুখ চেপে হাসি
জীবনের স্বাদ ভুলি,
হয়তো সত্যি না তবু আমরা হাসতেই ভালোবাসি ।
এখনো আমরা বেঁচে থাকার আশা রাখি
নীরবে, মৌন চোখে;
যদিও দেখা দেয় মৃত্যুর জলছবি নিশ্বাসে ।
তবু আমরা আজ ভাবি নবদিবাকর নীলচে সন্ধ্যায় ডুবছে
রক্তিম ভোরে উঠছে শত শত বার;
শুধুই আত্মরক্ষার দাবি মেনে বুঝে নিয়েছি
জীবনের দাম, আর যা কিছু পাবার ।
আসলে আমরা হয়তো সত্যি না এ কালের শব যাত্রী ।
তবুও আমরা স্বজন হারানোর ব্যাথা ভুলে ডুবি প্রতিদিন
এক অজানা অন্ধকারে,
যদিও জানি না; হয়তো ভেসে যাবো কী না যাবো
এই কালের স্রোতে মাঝ দরিয়ায় ।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ নাসিদুল ইসলাম ২৮/০৪/২০২০মানুষের খুশির আবেগ
-
রহমতুল্লাহ লিখন ২৭/০৪/২০২০আশাই বাচুক মানবের মন। নাহলে সবই ধুসর।
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ২৬/০৪/২০২০স্বপ্ন হোঁচট খায় প্রতিনিয়ত। তবুও মানুষ তাই স্বপ্ন দেখতে ভালবাসে।
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৬/০৪/২০২০মানুষ তার স্বপ্ন নিয়ে বেচে থাকে।
-
কুমারেশ সরদার ২৬/০৪/২০২০স্বপনই মানুষকে বাঁচিয়ে রাখে
-
অধীতি ২৬/০৪/২০২০কি সুন্দর লিখেন আপনি।
-
ফয়জুল মহী ২৬/০৪/২০২০অনুপম, অতুলনীয় লেখা।
-
ডঃ নাসিদুল ইসলাম ২৬/০৪/২০২০ভালো
-
পি পি আলী আকবর ২৬/০৪/২০২০ভালো
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৬/০৪/২০২০ভালো